ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

লাল সবুজের স্রোত সোহরাওয়ার্দী উদ্যানে

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ২৪ ডিসেম্বর ২০২২ ১০:৩০:০০ পূর্বাহ্ন | রাজনীতি

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের অপেক্ষা শেষ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সম্মেলনে যোগ দিতে সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা প্রবেশ করছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। তাদের গায়ে রয়েছে লাল-সবুজ টিশার্ট আর মাথায় সাদা ক্যাপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন তারা। 

ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কালীমন্দির গেট দিয়ে প্রবেশ করছেন তারা। সকাল ৭টায় সম্মেলনে ঢোকার গেট খুলে দেওয়া হয়েছে। 

এবারের সম্মেলন ঘিরে তৈরি করা হয়েছে ‘পদ্মা সেতুর ওপরে নৌকার’ আদলে মঞ্চ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধনের পর জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।  

সম্মেলন কেন্দ্র করে যান চলাচল ও গাড়ি পার্কিংয়ের বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ওই নির্দেশনা মেনে আজ রাজধানীতে যান চলাচল করতে বলা হয়েছে।