ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

লালপুরে নির্বাচনী পোস্টার ঝোলাতে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নাটোর প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১ ০৬:২৩:০০ অপরাহ্ন | গণমাধ্যম

নাটোরের লালপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামের বাবুল হোসেনের পুত্র শাকিল হোসেন (১৭) নির্বাচনী প্রচারনার পোস্টার লাগাতে গিয়ে গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ নভেম্বর ) বিকেল ৩ টায় টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানাযায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ৫নং ওয়াডের্র মেম্বার প্রার্থী ওসমান গণি’র ফুটবল প্রতীকের পোস্টার ঝোলাতে গিয়ে গাছে উঠলে হঠাৎ গাছ থেকে পরে ঘটনা স্থলেই কিশোর শাকিল এর মৃত্যু হয়।

এসময় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, সামান্য কিছু টাকার বিনিময়ে মেম্বার প্রার্থী ওসমান গণি অনেক বাচ্চা দিয়ে এ সমস্ত ঝুকি পূর্ণ কাজ কারানোর ফলে এই  মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটে। পরবর্তীতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর যেন কেউ না করতে পারে সে ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসের সুদৃষ্টি কামনা করেছেন বেদনা বিধুর শোকাহত মহল।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান সাথে কথা বললে তিনি জানান, গাছ থেকে পরা শিশু মৃত্যুর খবর আমরা জেনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।