ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ১২ মে

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩১ মার্চ ২০২২ ১০:৪৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্ধের নির্দেশনা অনুযায়ী আসছে ১২ই মে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলা তৃণমূল আওয়ামীলীগ অঙ্গসংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার সকাল ১১ টায় জয়কলস ইউনিয়নের নোয়াখালী গ্রামে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদের বাড়ীতে প্রবীন আওয়ামীলীগ নেতা মর্তুজা আলী সওদাগরের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ মিয়া, সহ সভাপতি গোলাম হায়দার , জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাসুদ মিয়া, আওয়ামীলীগ নেতা নুর মিয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো: জামিউল ইসলাম তুরান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, শিমুলবাঁক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমান উদ্দিন,যুবলীগ নেতা জহিরুল ইসলাম,মোশাহিদ মিয়া,নজরুল ইসলাম,, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক বদরুল আলম টিপু, সামছুল ইসলাম, জিতেন্দ্র দাস সহ প্রমুখ