ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : শুক্রবার ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ০৫:৪১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বার্ষিক বনভোজন সম্পন্ন করেছে শান্তিগঞ্জ প্রেসক্লাব।বৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারি) সকাল থেকে দিনব্যাপী রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা ঘুরেন ক্লাবের নেতৃবৃন্দ। সকাল ১০টায় সাবেক পরিকল্পনামন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপির বাস ভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাতের মধ্যদিয়ে ভ্রমণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় সাবেক পরিকল্পনামন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সুনামগঞ্জ- ৩ আসনের টানা চার বারের সংসদ সদস্য এম এ মান্নান এমপি বলেন, সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন প্রেক্ষাপটে কাজ করেন। প্রগতিশীল চিন্তার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। আমার নির্বাচনী এলাকা শান্তিগঞ্জ উপজেলার সাংবাদিকরাও দেশের উন্নয়নে কাজ করছেন। আজ যে মিলন মেলায় তারা আনন্দ ভাগাভাগি করার জন্য মিলিত হয়েছেন তা আমার কাছে ভালো লেগেছে। ঐক্যই শক্তি, ঐক্যই বল, সেটা তারা প্রমাণ করেছেন। আমি আমার এলাকার সাংবাদিকদের আনন্দ ভ্রমণে কিছুটা সময় দিতে পেরে অত্যান্ত আনন্দিত হয়েছি।

পরে শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা রাজধানী শহরের রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, অমর একুশে বই মেলায় আনন্দঘন দিন কাটান তারা।

বনভোজনে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি,  এনটিভি ইউরোপ ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার শান্তিগঞ্জ প্রতিনিধি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার শান্তিগঞ্জ প্রতিনিধি সোহেল তালুকদার,  সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার শান্তিগঞ্জ প্রতিনিধি হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার শান্তিগঞ্জ অফিসের স্টাফ রিপোর্টার  ইয়াকুব শাহরিয়ার, দপ্তর সম্পাদক ও দৈনিক কাজিরবাজার পত্রিকার শান্তিগঞ্জ প্রতিনিধি  এম এম ইলিয়াছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক একাত্তরের কথা পত্রিকার শান্তিগঞ্জ প্রতিনিধি  সালেহ্ আহমদ হৃদয়, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক মানবজমিন পত্রিকার শান্তিগঞ্জ প্রতিনিধি  মোশাহিদ আহমদ, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার শান্তিগঞ্জ প্রতিনিধি নাহিদ আহমদ, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক খোলা কাগজ পত্রিকার শান্তিগঞ্জ প্রতিনিধি নোহান আরেফিন নেওয়াজ, কার্যনির্বাহী  ও একুশে নিউজের শান্তিগঞ্জ প্রতিনিধি ফখরুল ইসলাম ফাহিম।