ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জে আইন-শৃংখলা কিমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : বুধবার ৩০ মার্চ ২০২২ ১০:৪৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, শান্তিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই আলা উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম,সাধারণ সম্পাদক আতাউর রহমান,উপজেলা স্বাস্থ্য কম্পেক্সের আরএমও তারিক জামিল অপু,পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল,হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসের হেলালুজ্জামান,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।

আইন শৃংখিলা কমিটির মাসিক সভায় বক্তারা বলেন সামনে বৈশাখ মাস ও রমজান মাস উপলক্ষে দ্রব্য মূল্যের উর্দ্ধগতি যাতে না হয় সে বিষয়ে উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী নজরদারী করার জন্য আহবান জানান।