সুনামগঞ্জের জেলার শান্তিগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে বসত বাড়ী সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি কোথাও কোথাও উপড়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড় বৃষ্টি ও ঘুর্ণি ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বেশকিছু ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। প্রচন্ড ঝড় ও বৃষ্টির কারণে কৃষকের কাচা, আধা-পাকা ধান, সবজি ও আম বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
গত মঙ্গলবার(২৬ এপ্রিল) ভোর রাতে শান্তিগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া-রজনীগঞ্জ রাস্তা সহ বিভিন্ন এলাকার প্রধান সড়কে বৈদ্যতিক তারের উপর বৃহৎ গাছ ও গাছের ডাল ভেঙ্গে পড়েছে। এতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ,রাতে বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি কালবৈশাখী ঝড়ে শতাধিক কাচা পাকা ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড় কবলিত এলাকায় রাস্তার উপর গাছপালা পড়ে যোগাযোগের বিঘ্ন ঘটে। প্রচন্ড ঝড় ও বৃষ্টির কারণে কৃষকের কাচা, আধা-পাকা ধান, সবজি ও আম বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মোঃ নাদির আহমদ জানান, প্রবল ঝড় বিষ্টির কারণে গাছ-পালা ভেঙ্গে পরায় উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ পেতে সময় লাগবে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আনোয়ার উজ জামান জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবদেরকে বলেছি ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেওয়ার জন্য। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিগ্রস্থদের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।