ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জে কিশোর-কিশোরীদের ম্যারাথন দৌড়ে প্রতিযোগিতা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : বুধবার ৭ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:৪২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

"মেধা ও মননে সুন্দর আগামী, আমরা করবো জয়" এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ  উপজেলার দরগাপাশা ইউনিয়নের আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে উপজেলার  বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের বাচাই করা সদস্যের নিয়ে উপজেলা পর্যায়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। 

 

বুধবার(৭ ফেব্রুয়ারী)  দুপুর দেড়টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে শান্তিগঞ্জ উপজেলার এফডিআইভিডিবির কৈশোর কর্মসূচির উদ্যোগে উপজেলা পর্যায়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

ম্যারাথন দৌড়টি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাগলা ডাবর-জগন্নাথপুর সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। 

 

ম্যারাথন দৌড়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের হল রুমে, প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে, সহকারি শিক্ষক মো. কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক সুখময় দাস, সহকারি শিক্ষক লাকী ভদ্র, হৃদয় কুমার সরকার। প্রতিযোগিতায় সার্বিক দায়িত্বে ছিলেন শান্তিগঞ্জ উপজেলার এফবিআইভিডিবির প্রোগ্রাম অফিসার মহসিন হাবিব জেমস।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মেন্টরদের উপস্থিতিতে কিশোরী-কিশোরীদের ম্যারাথন দৌড়টি সম্পন্ন হয়। 

 

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।