ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : বুধবার ৩০ মার্চ ২০২২ ১১:৪২:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন
 
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধার সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় ( ২৯ শে মার্চ) উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম স্কুল মিলনায়তনে এফআইভিডিবির কৈশোর কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোশাররফ হোসেন জাকির এর সভাপতিত্বে জামলাবাজ কিশোর ক্লাবের সভাপ্রদান কামরুল ইসলাম সুমন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার মহসিন হাবিব জেমস। সংবর্শনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফআইভিডিবি আইএফএসপি'র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ বজলুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজিবুর রহমান ,স্কুল পরিচালনা কমিটির সদস্য নূর আহমদ,
সংবর্ধিত অতিথি বীর মুক্তিযুদ্ধা ডাক্তার মোঃ মনির উদ্দিন সহ শিক্ষক বৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোঃ মনির উদ্দিন স্বাধীনতা সংগ্রামে তার স্মৃতি কথা, সুনামগঞ্জের রণাঙ্গনের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোঃ মনির উদ্দিন এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।