সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বাদুল্লাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সুনুর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা সুনুর আলী বার্ধক্যজনিত কারণে রবিবার সকালে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৪’ছেলে, ৩’মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে যান।
রবিবার (১৪ জানুয়ারী ) বিকালে উপজেলার পঞ্চগ্রাম কাড়ারাই মাদ্রাসা সংলগ্ন মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নিজের গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দাফনের পূর্বে তার প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় জেলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম ও গার্ড অফ অনার প্রদর্শন প্রদান করেন।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জানাযা শেষে বীর মুক্তিযোদ্ধা সুনুর আলীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির এনাম, মোস্তফা মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী সৈয়দুর রহমান সহ এলাকার মুসল্লীয়ানগণ প্রমুখ।