ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

শান্তিগঞ্জের পূর্ব পাগলা থেকে ৩ টি গরু চুরি! থানায় অভিযোগ দায়ের

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩১ মার্চ ২০২২ ০৩:৩৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে রাতের আঁধারে গরু চুরি সংঘঠিত হয়েছে ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে সুনাই মিয়ার বাড়ীতে ব্যাপারে গত বৃহস্পতিবার সুনাই মিয়া বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় অজ্ঞাতনামা চুরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায়, সুনাই মিয়া গরু মোটাতাজাকরণ করে ক্রয় বিক্রয় করে সংসার চালান বছর ছোট বড় ১০ টি গরু তিনি পালন করেছিলেন বুধবার রাতে গরুগুলো গোয়ালঘরে রাখার পর দরজা তালাবদ্ধ করে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন সুনাই মিয়া রাত অনুমান ১১ টা ৪৫ মিনিট থেকে টার মধ্যে যেকোন সময়ে অজ্ঞাতনামা চুরেরা সংঘটিত হয়ে রাতের আঁধারে টি ষাড় টি গাভী বাচুর সহ যাহার মূল্য অনুমান লক্ষ ৭০ হাজার টাকা গোয়াল ঘরের দরজার তালা ভেঙে চুরি করে নিয়ে যায় ভোরে সুনাই মিয়া গরুগুলো হাওরে নিয়ে যাওয়ার জন্য গোয়াল ঘরের সামনে গিয়ে দরজার তালা ভাঙ্গা দেখতে পেয়ে ঘরে প্রবেশ করে দেখতে পান গোয়ালঘর থেকে তাহার টি গরু নাই অনেক খোঁজাখোঁজির পর চুুরখাই গ্রামের হাওরের ধানক্ষেতে গাভীর বাচুর পেলেও অন্যান্য গরুগুলো না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি

ব্যাপারে ভোক্তভোগী সুনাই মিয়া বলেন,আমি গরু লালন পালন ক্রয় বিক্রয় করে আমার সংসার চালাই,এই গরুগুলো চুরি হওয়ায় আমি এখন নিঃস্ব

ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদীর হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করে জানান অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে এবং চুরদেরকে আইনের আওতায় আনা সহ গরুগুলো উদ্ধারের জন্য চতুর্দিকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে