ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

শাবির সাবেক ৫ শিক্ষার্থীকে মামলা থেকে অব্যাহতি

শাবিপ্রবি প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ ০৬:২১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে অর্থ জোগান দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলা থেকে প্রতিষ্ঠানটির সাবেক পাঁচ শিক্ষার্থীকে অব্যাহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক সুমন ভূঁইয়া তাদের অব্যাহতির আদেশ দেন।

অব্যাহতি প্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের সখিপুর দারিপাকা গ্রামের মতিয়ার রহমান খানের ছেলে ও শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান খান (২৬), বগুড়ার শিবগঞ্জ থানাধীন লক্ষ্মীকোলা গ্রামের মুইন উদ্দিনের ছেলে ও স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী রেজা নুর মুইন (৩১), খুলনার সোনাডাঙ্গার মিজানুর রহমানের ছেলে ও স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী এএফএম নাজমুল সাকিব (৩২), ঢাকার মিরপুরের মাজার রোডের জব্বার হাউজিং বি-ব্লকের ১৭/৩ বাসার এ কে এম মোশাররফের ছেলে ও স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী এ কে এম মারুফ হোসেন (২৭) এবং কুমিল্লার মুরাদনগর থানাধীন নিয়ামতপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে ও স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী ফয়সল আহমেদ (২৭)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নওশাদ আহমদ চৌধুরী জানান, গত ২৫ জানুয়ারি শাবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকালে তাদের উস্কানি দিতে অর্থ সহায়তার অভিযোগে মামলা তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা করেন সিলেট জেলা তাঁতি লীগের সাংগঠনিক সম্পাদক মো. সুজাত লায়েক আহমদ।

পরে তাদের ঢাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। পরদিন ২৬ জানুয়ারি তাদের আদালতে তোলা হলে আদালত তাদের জামিনে ছেড়ে দেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ মামলায় তাদের সম্পৃক্ততা পায়নি। মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি(তদন্ত) আবু খালেদ মামুন বৃহস্পতিবার আদালতে মামলার চূড়ান্ত রিপোর্ট আদালতে দাখিল করেন। চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর আদালত তাদের মামলা থেকে অব্যাহতি দেন।