ঢাকা, সোমবার ১৩ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

শিবচরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত

মাদারীপুর জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৫ নভেম্বর ২০২৩ ০৩:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মো.ইব্রাহিম (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৮ দিকের পাঁচ্চরের লাইফকেয়ার হাসপাতাল সংলগ্ন ট্রেন লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগাড় রশি গ্রামের মো.হিরু খানের ছেলে। সে মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর (আর এম) উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর ইব্রাহিম তার বন্ধু রাজু ও জুনায়েদকে সাথে নিয়ে পাঁচ্চর বেইলীব্রিজ এলাকায় খিচুড়ি খেতে যায়। খিচুড়ি খাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে শিকদারকান্দি এলাকায় ট্রেন লাইনে উঠে তিন মিলে বন্ধু আড্ডা দেয়। রাত ৮টার দিকে ঢাকাগামী একটি ট্রেন এলে দুই বন্ধু ট্রেনলাইন পার হয়ে একপাশে চলে যায় কিন্তু ইব্রাহিম পার হতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। 

নিহতের বন্ধু রাজু বলেন, আমরা ট্রেন লাইনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এমন সময় ট্রেন আসে। আমরা এক পাশ থেকে অন্যপাশে চলে আসি। ইব্রাহিম ট্রেন লাইন পার হতে গিয়ে ট্রেনে ধাক্কা লাগে। এসময় ছিটকে পাথরের উপর পড়ে যায় সে।

মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের (আরএম) প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদার বলেন, ছেলটি খুব নম্র প্রকৃতির ছিলো। আমরা সকল শিক্ষক মন্ডলী তার মৃত্যুতে শোকাহত।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, রাতে দুর্ঘটনাটি ঘটে। প্রথমে

পাঁচ্চরের একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ছেলেটি মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি মর্মান্তিক।