মাদারীপুরে শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিকুর রহমান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আশিকুর গভীর নলকূপ স্থাপনের কাজ করতেন। নিহত আশিকুর রহমান লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রস্বর গ্রামের মৃত ভোলা শিকদারের ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ছোট কুতুবপুর এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য মাটি গর্ত করার কাজ করছিলেন আশিকুর। এসময় বৈদ্যুতিক তারের সাথে মাটি গর্ত করার কাজে ব্যবহৃত শাবলটিতে স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হন তিনি। তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন,আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতের লাশ পাই। স্থানীয়দের মাধ্যমে জেনেছি, নিহত ব্যক্তি ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য মাটি গর্ত করছিলেন। পরে মাটির নিচ দিয়ে নেয়া বৈদ্যুতিক ক্যাবল কেটে গিয়ে তিনি বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।