ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

শীতার্ত মানুষের পাশে রোটারি ক্লাব অব বিয়ানীবাজার

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : সোমবার ১৫ জানুয়ারী ২০২৪ ০৫:৫৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সারাদেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষজন সীমাহীন কষ্টে রয়েছেন।
এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব বিয়ানীবাজার।


শনিবার মধ্যরাতে বিয়ানীবাজার ও বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে আসা রোগী এবং পৌরশহরের ভাসমান শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ক্লাবের দায়িত্বশীলরা। কম্বল বিতরণ প্রজেক্ট স্পন্সর করেছেন রোটারিয়ান জামিল আহমদ ও জানে আলম।


ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. আবু ইসহাক আজাদ ও সেক্রেটারি দেলোয়ার হোসেনের নেতৃত্বে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুস শুকুর, পিপি রোটারিয়ান মো. কামাল হোসেন, পিপি নজরুল ইসলাম, চার্টার মেম্বার জামিল হোসেন, মো. আব্দুল মান্নান মিন্টু, ডা. শাহরিয়ার রহমান শুভ, সাব্বির আহমদ, সালেক আহমদ, জানে আলম প্রমুখ।