ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

শৈলকুপায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১২:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর
বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার হাটফাজিলপুর বাজারে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
‘উন্নয়নের মহাসড়কে, আমরা আছি শেখ হাসিনার সাথে’ শ্লোগানে উপজেলার বগুড়া, আবাইপুর ও নিত্যানন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। 
 
আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
 
বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার, ঝিনাইদহ মাগুরা সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য খালেদা খানম, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ।
 
এছাড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, আছাদুজ্জামান আছাদ, বন ও পরিবেশ সম্পাদক অ্যাডভোকেট ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক মোজ্জামেল হোসেন, ঝিনাইদহ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াইটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যিক সম্পাদক ও দুধসর ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিরুল ইসলাম খান, ঝিনাইদহ সদর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী বালু, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লা, শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ইকু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসনিন লিপি, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, শৈলকুপা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, শৈলকুপা কৃষক লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরজ্জামান মিশন, সাধারণ সম্পাদক বাবু হোসেন, সাবেক সভাপতি দিনার বিশ্বাসসহ ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে হাটফাজিলপুর বাজার মহা সমাবেশে পরিণত হয়।