ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

শ্যামনগরে করলা ও তরমুজ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) : | প্রকাশের সময় : রবিবার ১ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪৬:০০ অপরাহ্ন | খুলনা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার(৩১ আগষ্ট) বিকালে উপজেলার ভূরুলিয়া ইউপির হাটছালা গ্রামে করলা ও ভূরুলিয়া ইউপির কুল্টুকুরী গ্রামে অফসিজেন তরমুজ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 

উভয় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা। প্রধান অতিথি বক্তব্যে বলেন কৃষকরা অফসিজেন তরমুজ চাষ ও করলা চাষ করে ব্যাপক লাভবান হতে পারেন। বর্তমানে তরমুজ ও করলার বেশ চাহিদা রয়েছে। তিনি বলেন কৃষকদের কৃষি অফিস থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস এম আহসানুল্যা ও মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক বিপ্র কুমার মন্ডল, মিনতি রানী মন্ডল, শমন কুমার মন্ডল প্রমুখ। সভাপতিত্ব করেন যথাক্রমে রবীন্দ্র নাথ মন্ডল ও ইউপি সদস্য হোসেন আলী।

 

করলার মাঠ দিবসে বক্তারা বলেন এবছর বিঘা প্রতি ১ লক্ষ ৫০ হাজারের অধিক করলা বিক্রী করেছেন। করলা চাষে খরচ হয়েছে অনুমান ৩৩ হাজার থেকে ৩৫ হাজার টাকা।

অপরদিকে অফসিজেন তরমুজ ফসলের মাঠ দিবস অনুষ্ঠানে কৃষকরা বলেন ২ প্যাকেট অর্থাৎ ৪ শত বীজ বপন করেন। এর মধ্যে ২ শত পঞ্চাশটি চারা গাছে ফলন ধরে। ১ লক্ষ ৫০ হাজার টাকার তরমুজ বিক্রী করেছেন। খরচ হয়েছে ৩০ হাজার টাকা। তারা বলেন এটি একটি লাভজনক ফসল।




সবচেয়ে জনপ্রিয়