ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

শ্রীপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শুক্রবার ১২ মে ২০২৩ ০৩:৩৫:০০ অপরাহ্ন | দেশের খবর


 
আন্তর্জাতিক নার্স দিবস পালন করেছেন গাজীপুর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকারা।শুক্রবার (১২ মে) বেলা ১১টার দিকে কেক কাটার পর শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) ডা. প্রনয় ভূষণদাস,আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো: হাসিবুল আসিফ, নার্স সুপারেন্টেন হোসনেআরা, বিলকিস, ফরিদা সহ সেবিকারা।