ঢাকা, সোমবার ১৩ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

শ্রীপুরে গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে কেন্দ্রীয় বিএনপি নেতা গ্রেফতার

শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ ০৭:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরে শ্রীপুরে  গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু (৫৭) কে গ্রেফতার করেছে গাজীপুর র‌্যাব-১। 

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা থেকে গ্রেফতার করা হয়। ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ শ্রীপুর সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন। নির্বাচনে বিএনপি অংশ নিলে বিএনপি থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশী ছিল।

গাজীপুর র‌্যাব-১ পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানী কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় গাড়ীতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার প্রধান আসামী। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপির এ কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।