গাজীপুরের শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
এ উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর নিচে মাওনা হাইওয়ে থানার উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি আনোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল আজম সবুজ, মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক এসআই ইসমাইল হোসেন, এছাক সরকার ও নিরাপদ সড়ক চাই তেলিহাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সাগর, সদস্য আব্দুর রাজ্জাক, মৃদুল আহমেদ মামুন, মিঠুন শেখ প্রমুখ।