গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের এলাকায় টেংরা- জৈনা বাজার আঞ্চলিক সড়কে ড্রাম ট্রাকের চাপায় এক অটো রিকশা চালকের প্রাণ গেল । এঘটনায় আরও দুইজন আহত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা—জৈনাবাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল (৩০) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার মৃত ফজর আলীর ছেলে। সে পরিবার নিয়ে পার্শ্ববর্তী মুলাইদ গ্রামের মো. ইদ্রিসের বাড়িতে ভাড়া থেকে অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ—পরিদর্শক (এসআই) মো. মামুন অর রশিদ জানান, নিহত রুবেল অটো রিকশা চালক। আহত আনোয়ার অটো ভ্যানগাড়ি চালক। মঙ্গলবার বিকেলে রুবেল ও আহত অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে আনোয়ার অটো ভ্যানগাড়ি চালিয়ে ভাড়ায় যাচ্ছিল। এসময় নিহত রুবেল ও অজ্ঞাত ব্যক্তি ভ্যান গাড়িতে আরোহী হিসেবে বসাছিল।
তাদের বহনকারী ভ্যান গাড়িটি উপজেলার টেংরা—জৈনাবাজার সড়কের ও পৌঁছা মাত্রই একটি ড্রাম্প ট্রাকের সাথে সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয় এবং আনোয়ার ও অজ্ঞাত আরেক ব্যক্তি আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বালু ভর্তি ড্রাম্প ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে গিয়েছে। নিহত ও আহত স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে আইনগত ব্যবস্থা নেয়া হবে।