গাজীপুরের শ্রীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কেটে ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা মাধ্যমে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) দিনব্যাপী গিলারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পতাকা, শহীদ মিনার, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য বিযয়ক চিত্রাঙ্গন এবং বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গিলারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি প্রভাষক মফিজুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার কাউন্সিলর রমিজ উদ্দিন আহমেদ।
জাতীয় নদী রক্ষা কমিটি শ্রীপুর উপজেলা শাখার সদস্য, অত্র বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন
মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা শ্রমিকলীগ, রফিকুল ইসলাম আকন্দ সাবেক সভাপতি অত্র বিদ্যালয়, লুৎফা বেগম প্রধান শিক্ষক , মুজিবুর রহমান সাবেক সহ-সভাপতি, এডভোকেট হালিম উদ্দিন, বাংক কর্মকর্তা আঃ রহিম, সমাজকর্মী মঞ্জুরুল ইসলাম পাভেল, আমিরুল ইসলাম বিদ্যুসাহী সদস্য, এডভোকেট আরিফুজ্জামান, মুফতি উদ্দিন, হাবিবুর রহমান।
সুরুজ আহম্মেদ দপ্তর সম্পাদক শ্রীপুর যুবলীগ,অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা বেগম, কামরুন নাহার, জেসমিন আক্তার, আলতাফ হোসেন, জাকিয়া সুলতানা, নাদিয়া জাহান, আজমিন আক্তার, ফাতেমাতুজ জোহুরা, লাইজু আক্তার, আসমা খাতুন, সহ ছাত্র ও ছাত্রীবৃন্দ। এছাড়াও উপজেলার শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং নজরুল একাডেমী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।,