গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায়
সড়ক দুর্ঘটনায় মোঃ শাহজাহান মিয়া (৫০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে (২৪ মে) বুধবার সকালে ।
সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ শাহজাহান মিয়া উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মোঃ আব্দুল হেকিমের ছেলে। তিনি কাপড়ের ব্যবসা করতেন।
ঘটনাস্থলের লোকজন ও পুলিশের বরাত দিয়ে নিহতের স্বজন কবির হোসেন জানান,শাহজাহান আনসার রোড এলাকা ভাড়া বাসায় থেকে পার্শ্ববর্তী বাঘের বাজারে কাপড়ের ব্যবসা করতেন। সকালে বাড়ি থেকে বের হয়ে টেংরা গ্রামে যাচ্ছিলেন।
এসময় অসুস্থ মায়ের জন্য চেয়ার কিনে সেটি নিয়ে একটি ভ্যান গাড়িতে ওঠেন। মহাসড়কের আনসার রোড মোড়ে পৌঁছালে ময়মনসিংহগামী একটি ট্রাক ওই ভ্যান গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন ভ্যান গাড়িতে থাকা সবাই। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শাহজাহানের। আহত অন্যান্যদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কংকন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করে হাইওয়ে থানায় আনা হয়েছে। চালক পলাতক। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান বলেও জানান তিনি।