শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন (বিকেডিএ) কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৫ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রীবরদী সরকারি কলেজে উপজেলার ২৩ টি কিন্ডারগার্টেনের ৪০০ জন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। কিন্ডারগার্টেনের ২০ জন শিক্ষকের দায়িত্বে প্লে থেকে পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীরা পরীক্ষায় বসেন।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন এর বিভাগীয় প্রধান খান মোহাম্মদ কামাল পাশা। পরীক্ষার কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা আফসর আলী।
পরীক্ষায় সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষার আলোই বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাজিদ হাসান শান্ত।
নকল ও দূর্নীতি মুক্ত পরীক্ষা পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিযুক্ত করা হয়েছিল।