ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

শ্রীবরদীতে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আরফান আলী, শ্রীবরদী (শেরপুর): | প্রকাশের সময় : সোমবার ২৩ অক্টোবর ২০২৩ ০২:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর
খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” এমন প্রতিপাদ্যে শেরপর জেলার শ্রীবরদীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 
 
রবিবার (২২ অক্টোবর) বিকালে শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে শ্রীবরদী এ. পি. পি. আই হাইস্কুল মাঠে এই খেলার উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহব্বায়ক ও প্রেসক্লাব শ্রীবরদী”র সাধারণ সম্পাদক ফেরদৌস আলী ।
 
 
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাজিদ হাসান শান্ত, শ্রীবরদী এ.পি.পি.আই ইউনিটের প্রধান উপদেষ্টা মোঃ সিপার মাহমুদ,শ্রীবরদী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বিজয়, রক্তবিষয়ক সম্পাদক মোঃ রুবেল, শ্রীবরদী পৌর ইউনিটের সভাপতি মোঃ শাহরিয়া ইসলাম সজিব,শ্রীবরদী এ.পি.পি.আই ইউনিটের টিম লিডার মারুফ সহকারী টিম লিডার সীমান্ত, সজিব সহ অনেকে উপস্থিত ছিলেন।
 
খেলায় আটটি দল অংশগ্রহণ করবে। 
 
উদ্বোধনী খেলায় অংশগ্রহ করে রয়েল ১১ বনাম মুন্সিপাড়া একাদশ। খেলার ফলাফল ০-০ হওয়ায় দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে।