ঢাকা, সোমবার ১৩ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

সরাইলে ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

আতিকুল ইসলাম ইফরান সরাইল, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ ১২:০৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর

 ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফারজানা আনোয়ার নামে একটি ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে প্রতিষ্ঠানটির সামনে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন এবং তার সহধর্মিণী একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দা ফারজানা আনোয়ার। 

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ শিক্ষক মোঃ আইয়ূব খাঁন, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন'সহ অনেকেই। 

 

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মাজিদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফারজানা আনোয়ার দম্পত্তির সন্তান ও প্রতিষ্ঠানটির পরিচালক ডা: জোহেব আল হাসনাঈন।

 

তিনি বলেন, ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার ব্যবসার জন্যে নয় সরাইল'বাসীকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্যে প্রতিষ্ঠা করেছি। অসহায় হতদরিদ্র যারা রয়েছে তাদের বিনা মূল্যে আমরা চিকিৎসা প্রদান করব। ডায়াগনস্টিক সেন্টার দিয়ে শুরু করেছি, সকলের উৎসাহ, অনুপ্রেরণা, সহযোগিতা পেলে ইনশাল্লাহ আগামীতে আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করব। 

 

সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ূব খাঁন বলেন, আমরা প্রত্যাশা করি এখানে উন্নত চিকিৎসা সকলেই পাবে, এবং এই ডায়াগনস্টিক সেন্টারটি একসময় শুধু একটি হাসপাতাল নয় একটি মেডিকেল কলেজে একদিন পরিণত হবে। 

 

সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারের লক্ষ্য ও উদ্দেশ্যে ভালো। প্রতিষ্ঠানটির পরিচালক ডাঃ জোহেব আল হাসনাঈন যেহেতু গরীব অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমিও আমার ইউনিয়ন পরিষদ থেকে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স'সহ যেকোনো সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এবং আমরা আশা করি ডাঃ জোহেবকে একদিন আমরা গরীবের ডাক্তার উপাধি দিতে পারব

 

সভাপতির বক্তব্যে মোঃ আনোয়ার হোসেন বলেন, আমার ছেলেমেয়ে ৩ জনেই চিকিৎসক। এবং আমার ভাতিজারা সহ আমার পরিবারে ৮ জন চিকিৎসক রয়েছে। সরাইলবাসী সকলেই উৎসাহ অনুপ্রেরণা দিলে শুধু ডায়াগনস্টিক সেন্টারে আমরা সীমাবদ্ধ থাকব না ইনশাল্লাহ আগামীতে একটি আধুনিক হাসপাতালে এটিকে রূপান্তরিত করতে পারব।