ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

সহকারী জজ হলেন ইবির ৭ শিক্ষার্থী

আশরাফুল আলম, ইবি প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৩৮:০০ অপরাহ্ন | দেশের খবর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের  সাতজন শিক্ষার্থী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়া সারাদেশে মোট ১০৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।  সোমবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন।
 
সুপারিশ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আসাদুজ্জামান নুর, আইন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ফাতেমা জান্নাত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রুবাইয়া ইয়াসমিন, মারিয়া সুলতানা, ২০১২-১৩ শিক্ষাবর্ষের সেলিনা শেলী, ২০১০-১১ শিক্ষাবর্ষের ফারজানা ইভা এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ হোসেন।
 
এ বিষয়ের বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক আনিচুর রহমান বলেন, 'আইন অনুষদের সাফল্য এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। আইন বিভাগের ছয় জন ও আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের এই সাত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তবে আমি বিশ্বাস করি পরবর্তীবার এই সংখ্যা ৬ থেকে ২০ এ উত্তীর্ণ হবে। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।'