ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

সাভারে ৬শ দুস্থ পরিবারকে কম্বল দিল বিজিপি

মোহাম্মদ আকতারুজ্জামান, সাভার : | প্রকাশের সময় : সোমবার ১০ জানুয়ারী ২০২২ ০৩:২০:০০ অপরাহ্ন | জাতীয়

ঢাকার সাভারে ৬ শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকালে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) ব্যবস্থাপনায়  এই কম্বল বিতরণ করা হয়।

সকালে অধরচন্দ্র বিদ‍্যালয় মাঠে আসেন বিভিন্ন বয়সের শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা। পরে বিজিবির পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় কম্বল।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ ঢাকা ব্যাটালিয়ন, ৫ বিজিবির অন্যান্য সদস্যরা।

 এ সময় বিজিবির দেয়া এ কম্বল পেয়ে দারুণ খুশি কম্বল নিতে আসা বিভিন্ন বয়সের শীতার্ত মানুষ।  

উপস্থিত সকলেই বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানান। একইসঙ্গে সমাজের বিত্তবানদেরও এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। 

ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফেরদৌস হাসান টিটো বলেন,  বিজিবি সবসময়ই জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে থাকে। বিজিবির পক্ষ থেকে আমরা সারা দেশে এই কার্যক্রম পরিচালনা করছি। যতদিন শীত থাকবে ততোদিন এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো।