সিলেটের দক্ষিণ সুরমায় একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর গাঙপার গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, বিকেলে খালে হাত-পা বাঁধা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এসএমপির মোগলাবাজার থানায় খবর দেওয়া হয়। পরে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটি এক যুবকের। তার অনুমানিক বয়স ৩৫ বছর। মরদেহের শরীরে আলকাতরা মাখানো এবং দুর্গন্ধ বের হচ্ছে।
এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে।