ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সিলেট মিরাবাজারের হেলিম ইয়াবাসহ গ্রেফতার

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ ১২:৪৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট নগরীর জেলরোড ইয়াবা ব্যবসায়ী হেলিম মিয়া (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় র‌্যাব তার কাছ থেকে ৭৪৫ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা করে র‌্যাব। সোমবার (১৩ ডিসেম্বর) কোতোয়ালি থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এরআগে রবিবার (১২ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় র‌্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হেলিম মিয়া কোতোয়ালি থানাধীন আগপাড়া মিরাবাজার মৌসুমী ৭৬ নং বাসার নুরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান। তিনি জানান, গোপন তথ্যে র‌্যাব অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী হেলিম মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। সে সিলেটের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।