ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সিলেট মেজরটিলার সেলিম আহমদের শারীরিক অবস্থার উন্নতি

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : শুক্রবার ২৯ এপ্রিল ২০২২ ০৯:০৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের মেজরটিলা মোহাম্মদপুরের বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক সেলিম আহমদের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। তিনি বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিতসাধীন। 

 

সেলিম আহমদের সহোদর ভাই মেম্বার মো. মলন মিয়া জানান, এক সপ্তাহ হয় তাঁর ভাই ভারত গেছেন চিকিসার জন্যে। সেখানকার ডাক্তাররা যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিতসা শুরু করেছেন। বর্তমানে সেলিম আহমদের শারীরিক অবস্থা অনেকটা উন্নতীর পথে। 

 

সমাজসেবক সেলিম আহমদের সুস্থতা কামনায় সিলেটের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মেজরটিলার মোহাম্মদপুরের সবকটি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে সেলিম আহমদের সুস্থতা কামনা করে। 

 

২৭ এপ্রিল বুধবার বাদ আসর হযরত সৈয়দ বুরহান উদ্দিন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এতে মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আবদুল মালিক হবিগঞ্জি।

 

দোয়ায় ভারতে চিকিতসাধীন সেলিম আহমদের সুস্থতার জন্যে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়। 

 

মুনাজাতে অংশ গ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক শাহাব উদ্দিন, সাংবাদিক এমএ রহিম, আতিকুল ইসলাম আতিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।