ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সিলেটবাসীর ভালোবাসায় সিক্ত হলেন চব্বিশ ঘন্টার রাজনীতিক শফিক চৌধুরী

রিমা বেগম, সিলেট : | প্রকাশের সময় : বুধবার ১৭ জানুয়ারী ২০২৪ ০৩:৩৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী দুইদিনের সফরে সিলেট এসেছিলেন। ধারাবাকিভাবে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিশেষ করে নিজ এলাকার প্রবাসীদের সংবর্ধনায় সিক্ত হয়েছেন। প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন ‘আপনারা বৈধভাবে রেমিটেন্স প্রেরণ করুন। এতে দেশের আরো উন্নয়ন হবে।’

 

প্রথম দিন ১৫ জানুয়ারি বিকেলে সিলেট এসে পৌঁছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সেখান থেকে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জেয়ারত করেন। নগরীর টিলাগড়স্থ বাসায় গিয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ১৬ জানুয়ারি সকাল থেকে আবার শুরু হয় শুভেচ্ছা বিনিময়। দুপুরে সিলেট জেলা প্রশাসন আয়োজিত সভায় যোগদান করেন। বিকেলে নিজ নির্বাচনী এলাকার ওসমানীনগরে প্রবাসীদের দেয়া সংবর্ধনায় সিক্ত হন শফিকুর রহমান চৌধুরী।  

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী বিদেশীদের রক্তচক্ষু ভয় করেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এদেশের জনগণের আস্থা রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ থাকে।

 

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী আমাকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মূল্যায়িত করেছেন। সেই দায়িত্ব যেন নিষ্ঠা ও সততার সাথে পালন করতে পারি সেই দোয়া করবেন। মঙ্গলবার বিকেলে সিলেটের ওসমানীনগরের তাজপুরে প্রবাসীদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য অনেক ধরণের ষড়যন্ত্র হয়েছিল। অগ্নিসন্ত্রাসী বিএনপি-জামায়াত অনেক ধরণের ষড়যন্ত্র করেছে।  তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা প্রমাণ করে দিয়েছি বিগত ৭ তারিখের নির্বাচনে।  আপনারা উন্নয়নেরপক্ষে রায় দিয়েছেন তাই অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়ন হবে। উন্নয়নের অভাব হবে না। তবে আমাদের কারো ব্যক্তিগত উন্নয়ন হবে না। কোনো নেতাকর্মীর ব্যক্তিগত উন্নয়ন হবে না এবং আমারও কোনো উন্নয়ন করবো না।  বিদেশ থেকে বৈধ উপায়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান তিনি।

যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আনহার মিয়ার সভাপতিত্বে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের সঞ্চালনায় সংবর্ধনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নেতা আব্বাছ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা রবিন পাল, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দাল মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পীর মজনু মিয়া, শাহেদ আহমদ ভিপি মুছা, মতচ্ছির আলী, আখলাকুর রহমান, ওয়ালি উল্যা বদরুল, যুক্তরাজ্য প্রবাসী মজনু মিয়া, সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক সাদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মখলিছ মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সুরমান আলী, যুক্তরাজ্য শ্রমিক লীগের সাংগঠনিক সাজান আলী, যুক্তরাজ্য প্রবাসী আলী হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আবুল কালাম।

 

অনুষ্ঠানে প্রবাসীরা দেশে সব ধরণের হয়রানি, বিমান ভাড়া কমানো, বিদেশে থেকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়ার সহজিকরণের দাবি জানান।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান, ওসমানীগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  রাজিব দাশ পুরকায়স্থ।

 

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দক্ষতা না থাকলে বিদেশে ভালো মজুরিতে কাজ পাওয়া যায় না। এজন্য প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে যেতে হবে। মঙ্গলবার বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

 

সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিকদের সহযোগিতা চেয়ে শফিকুর রহমান চৌধুরী বলেন- সমৃদ্ধ-উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। সিলেটসহ সারা দেশে যেসব প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে- সেগুলোকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তুলতে হবে। তিনি আরও বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে চলছে। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি), আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়া, পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান (পিপিএম), সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. রমা বিজয় সরকার, সিলেট জেলা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

মতবিনিময় শেষে  প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।