পবিত্র ঈদ উল ফিতরে সিলেটে প্রতিবন্ধী এবং অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে ইক্বরা ইন্টারন্যাশনাল ইউ.কে। ব্রিটিশ এই দাতব্য সংস্থা প্রতি বছরের ন্যায় এবারো প্রতিবন্ধী নারী-শিশুসহ অসহায়, দুঃস্থ মানুষদের কাছে তুলে দিয়েছে ঈদের উপহার সামগ্রী।
শনিবার বিকেলে নগরীর বড় বাজার এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদের কার্যালয়ের পাশে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এ উপহার তাদের হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। প্রতিবন্ধী এবং অসহায় মানুষদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার মধ্যেই প্রকৃত প্রশান্তি। পবিত্র রমজান মাস আমাদের এটাই শিক্ষা দেয়। প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষদের কাছে উপহার পৌছে দিচ্ছে ইক্বরা ইন্টারন্যাশনাল ইউ.কে। দীর্ঘদিন থেকে দেশের অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে সংগঠনটি। যা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ রাজনীতিবিদ সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, গোয়াইটুলা জামে মসজিদের মোতোওয়াল্লি সোলেমান আহমদ, সিলেট বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির প্রেসিডেন্ট ও মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিলেট বিভাগীয় প্রধান কামরান আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়হান আহমদ, আলমাস আহমদ শুক্কুর, আবু তাহের মোহাম্মদ নাজিম, ইউসুফ আহমদ, রবিউস সানী, রাজু আহমেদ চৌধুরী, সাবু খান, সমছু মিয়া।