ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

সিসিক মেয়রের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

সিলেট বু্যরো : | প্রকাশের সময় : রবিবার ৪ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:১২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সিসিকের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিসিক মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নগরীর যানজট নিরসন, হকার উচ্ছেদ, সিএনজি চালিত অটোরিকশার অবৈধ  স্ট্যান্ড উচ্ছেদ, সিসি ক্যামেরা ও পুলিশ বক্স স্থাপন সহ জনগুরুত্বপূর্ণ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটকে সুন্দর, স্মার্ট ও একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে এটিকে পরিস্কার রাখতে হবে, যানজট ও হকারমুক্ত রাখতে হবে। যত্রতত্র গাড়ির স্ট্যান্ড রাখা যাবে না। এই বিষয়গুলো খেয়াল রাখলে নগরী অনেকটাই সুন্দর হয়ে যাবে।

তিনি আরও বলেন, নগরীকে সুন্দর রাখা শুধু সিটি কর্পোরেশন কিংবা পুলিশ প্রশাসনের দায়িত্ব নয়, এর জন্য নাগরিকদেরও সচেতনতা বাড়াতে হবে। নিজের শহরকে নিজেরাই পরিস্কার রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শহরকে সুন্দর রাখা সম্ভব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির আহমদ, অতিরিক্ত কমিশনার জুবায়েদ আহমদ, মো. মাসুদ রানা, কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন একে লায়েক, তোফায়েল আহমদ শেপুল, মাজহারুল ইসলাম শাকিল, হিরন মাহমুদ নিপু, জয়নাল আবেদীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, ডিসি উত্তর আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিসি দক্ষিণ মো. সুহেল রেজা,ডিসি ট্রাফিক মো. মাহফুজুর রহমান, সহকারী ট্রাফিক গোলাম মোস্তফা, স্টাফ অফিসার মো. জায়েদ হাসান, টিআই এডমিন এসএমপি ইফতেখার হোসেন মাসুদ, কতোয়ালী থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী, প্রধান বর্জ্য কর্মকর্তা কর্ণেল অব: একলিন আবেদীন, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ জয়দেব বিশ্বাস, অংশুমান রাখু, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।