ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ ০৩:১৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ শামস উদ্দিন, উপপরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক তামীম আল ইয়ামিন, বীর মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন প্রমূখ। পুষ্পস্তবক শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ পালন উপলক্ষে জেলা প্রশাসক, সুনামগঞ্জ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।