ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

স্ত্রীর যৌতুক মামলায় স্বামী গ্রেফতার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৯:০০ অপরাহ্ন | দেশের খবর

পটুয়াখালীর  মির্জাগঞ্জে স্ত্রীর করা যৌতুক মামলায় ইউসুফ মিয়া (৪১) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (২২ সেপ্টেম্বর) রাত ৭ টায় মির্জাগঞ্জ উপজেলা  সংলগ্ন একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ইউসুফ মিয়া বরগুনা নির্বাচন অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছেন। সে মির্জাগঞ্জের   কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা গ্রামের ফরিদ মোল্লার পুত্র।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট তার স্ত্রী বাদী হয়ে স্বামী ইউসুফ মিয়া ও ভাসুর রাজ্জাক মোল্লাকে আসামী করে মির্জাগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতেঁ যৌতুক মামলা দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে স্বামী  ইউসুফ মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পুলিশের গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন আসামি। অবশেষে পুলিশের অভিযানে  গ্রেফতার হন ওয়ারেন্টভুক্ত আসামী ইউসুফ মোল্লা।

 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, স্ত্রীর করা যৌতুক মামলায় পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে ।