ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

হবিগঞ্জ শহরবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২০ জুন ২০২২ ০৪:২৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদের পানি দ্রুত বেগে বাড়ছে। এ জন্য শহরবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। রোববার (১৯ জুন) দিবাগত রাত ১১টা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শহরে এ খবর চাউর হতে থাকলে এ আতঙ্ক শুরু হয়।

খোয়াই নদের পানি বিপৎসীমার ওপরে রয়েছে, এ জন্য নদীর আশপাশের এলাকার মানুষ সতর্ক থাকুন, এমন একটি বিষয় ফেসবুকে প্রচার হতে থাকলে ভয়ে রাত কাটান হবিগঞ্জ শহরবাসী।

তবে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. শাহানেওয়াজ তালুকদার জানান, তার নেতৃত্বে একটি দল নদের মাছুলিয়া পয়েন্ট এলাকা পরিদর্শন করেছে।
এরপর হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ফেসবুকে তারা জানান, পানি উন্নয়ন বোর্ডের সবাই সারা রাত জেগে বাঁধ মনিটরিং করছে। ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বাস্তবে পানি এখনো বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি অনেক দ্রুত বাড়ছে। পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

আশাজনক খবর হচ্ছে, চুনারুঘাটের বাল্লা সীমান্তে পানি ইতিমধ্যেই কমতে শুরু করেছে। শহরের অংশে নদীর পানি দ্রুত নেমে যাবে বলে আশা করছে মানুষ।

 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহানেওয়াজ তালুকদার বলেন, শহরে খোয়াই নদের প্রধান পয়েন্ট হিসেবে মাছুলিয়াকে ধরা হয়। সেখানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সন্ধ্যা ৬টায় চুনারুঘাটের বাল্লা পয়েন্টে নদীটি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।