ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

আশরাফুল আলমঃ | প্রকাশের সময় : শুক্রবার ১৯ মে ২০২৩ ০৪:৪৯:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
 
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিজের বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময়ে শিলু মন্ডল (৪২) নামে একজনের মৃত্যুর হয়েছে।
শুক্রবার (১৯ মে) বেলা সাড়ে ১২ টায় দিকে উপজেলার ৬ নং ফলসী ইউনিয়নে কুলবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিতহ শিলু মন্ডল কুলবাড়িয়া মন্ডলপাড়া গ্রামের কুবাদ আলির ছেলে।
জানা গেছে, নিজের বাড়িতে বিকল হয়ে যাওয়া বৈদ্যুতের নানা ধরনের সুইচ ও ঘরের অইলিংক এর কাজ করছিল। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে মুমূর্ষু অবস্থায় হরিণাকুণ্ডু 
হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হরিণাকুণ্ডু স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ  বিষয়টি নিশ্চিত করেছেন।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ ওসি আবু আজিফ জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি। আমরা ঘটনাস্হল পরিদর্শন করেছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।