“উন্নয়নের প্রতিক লাঙ্গল, তাতেই কল্যাণ তাতেই মঙ্গল” এ শ্লোগানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ঝিনাইদহ-২ আসনের হরিণাকুন্ডু উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে গণসংযোগ করা হয়েছে। শনিবার দিনব্যাপী হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে গণসংযোগ করেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অবঃ মোঃ মাহফুজুর রহমান। সেসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, হরিণাকুন্ডু উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজ্জাম্মেল হোসেন, পৌর সভাপতি নাজের আলী, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জাপা নেতা ইউনুছ আলী, আক্কাচ আলী, সোহেল রানা প্রমূখ। পরে হরিণাকুন্ডু শহরে উপজেলা জাতীয় পার্টির নিজস্ব কার্যালয়ের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন মেজর অবঃ মোঃ মাহফুজুর রহমান।
গণসংযোগ কালে নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ঝিনাইদহ-২ আসনে জাতীয় পার্টির একক এমপি পদপ্রার্থী হিসাবে মেজর অবঃ মোঃ মাহফুজুর রহমানকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। এরই আংশ হিসাবে উপজেলার গ্রামে গ্রামে সর্বস্তরের মানুষের সাথে গণসংযোগ করছেন তিনি।