ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১
১ মাস অতিবাহিত হলেও সাংবাদিকের ছিনতাইকৃত টাকা উদ্ধার হয়নি

হিলিতে খুন,ছিনতাই,চুরি ও মাদকের ছড়াছড়ি সাধারণ মানুষের মাঝে আতংক

লুৎফর রহমান,হিলি প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৫ জুলাই ২০২২ ০৬:৪৮:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুরের হাকিমপুর হিলিতে অপরাধীরা এক প্রকার অভয়ারন্য গড়ে উঠেছে ।চুরিপট্টি, দক্ষিন পাড়া, মাঠপাড়া,খাদ্যগুদাম মোড়ে প্রতিনিয়ত রংপুর,বগুড়া দিনাজপুর ও পার্শ্ববর্তী  জয়পুরহাট, পাঁচবিবি, ঘোড়াঘাট,  বিরামপুর,গোবিন্দগঞ্জসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে মাদকপাচারকারী ও মাদকসেবীরা মটরসাইকেল,সিএনজি প্রাইভেটকার যোগে নিরাপদে মাদক সেবন করছেন। মাদকপাচারকারী ও সেবনকারীরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন এদের সাথে স্থানীয় মাদক পাচারকারী,সেবন কারী সন্ত্রাসীদের সাথে গভীর যোগাযোগ রয়েছে বলেও জান াযায়।

মাদক সংশ্লিষ্টরা খুন,ছিনতাই,চুরি সব রকম অপরাধ কর্ম চালাচ্ছে। ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার টাস্ক ফোর্স প্রধান কিছু মাদক সেবীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা হলেও।তারা জেল থেকে বের হয়ে আবারও জড়িয়ে পড়ছেন বিভিন্ন অপকর্মে।  জানা যায় থানা পুলিশ  গত দেড় মাসে ২৪২ বোতল ফেন্সিডিল,১ হাজার ৫৪৫ পিচ নেশার এম্পুল, ২ কেজি গাাঁজা, ২ গ্রাম হেরোইন ও ৬ জন কে আটক করতে সক্ষম হয় ,যা অপ্রতুল বাকীরা ধরা ছোাঁয়ার বাহিরে মাদকসহ সব রকম অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।গত ১৫ জুলাই দিবাগত রাত সাড়ে ৮টায় উপজেলার মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া)য় এক রকম প্রকাশেই ইমন নামে এক সন্ত্রাসী ও মাদক পাচারকারী মটরসাইকেল যোগে আরও ২ জনকে নিয়ে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ওই গ্রামের বারদিন ইসলাম বাতেন (৩৫)নামে এক যুবককে খুন করে পালিয়ে যায়। তার পারিবারিক সূত্রে জানা যায় বাতেনের ছোট ভাই ইনছানের সাথে ইমনের অজ্ঞাত লেন দেন ছিল। বাতেন ও ইনছান মাঠপাড়ার মৃত আবু তালেবের ছেলে। ১৩ জুলাই সন্ধ্যায় উপজেলার মাষ্টার পাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী বাবুর বাড়ীর দরজার সিড়ি কেটে ঢুকে চোরেরা কাপড় চোপড় নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ১৩ জুন দিবাগত রাত পৌনে ১২ টার দিকে হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক করতোয়া ও করতোয়া কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি মো: আলতাফ হোসেন তার ব্যবস্যা প্রতিষ্ঠান করতোয়া কুরিয়ার সার্ভিস বন্ধ করে ৪ লাখ টাকা ব্যাগে নিয়ে বাড়ী ফেরার পথে হিলি পুরাতন ইউপি ভবনের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তায় ছিনতাইকারী তাকে লক্ষ্য করে ধারাল বড় হাসুয়া (ছুরি) দিয়ে আঘাত করার চেষ্টা করে। এ সময় প্রাণেরক্ষার্থে তিনি মটরসাইকেল থামালে। ছিনতাইকারী হাসুয়ার চোট দিয়ে টাকার ব্যাগ কেটে নিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি চিৎকার করলে লোকজন ঘটনাস্থলে আসে ও পরে খবর পেয়ে থানার এস আই বেলাল ঘটনাস্থলে আসেন। এব্যপারে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন মামলা নং ১৩ । ১ মাস অতিবাহিত হলেও থানা পুলিশ ছিনতাইকৃত টাকা উদ্ধার ও আসামী গ্রেফতার করতে পারেনি। এ সকল বিষয়ে ২০ জুলাই হাকিমপুর উপজেলা পরিষদে আইন শৃংখলা মিটিং এ উত্থাপন হলে পুলিশ বাহিনীকে তৎপর হওয়ার নিদের্শ প্রদান করা হয়।