ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

“চট্টগ্রাম ই-শপ বিজনেস কমিউনিটি” এর শুভ উদ্বোধন

রানা সাত্তার, চট্টগ্রাম : | প্রকাশের সময় : শনিবার ২ জুলাই ২০২২ ১০:১০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো , অনলাইন ভিত্তিক ফেইসবুক ই-কমার্স গ্রুপ “ চট্টগ্রাম ই-শপ বিজনেস কমিউনিটি” এর  শুভ উদ্বোধন। গত ১লা জুলাই ২০২২,শুক্রবার বিকেল ৩ টায় চট্টগ্রাম নগরীর উইন্ড অব চেন্জ এ এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,তিলোত্তমা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা শাহেলা আবেদীন।
এসময় তিনি বলেন -যারা উদ্যোক্তা আছেন তারা তাদের কাজ কে তুলে ধরতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই।
সবাই হিংসাত্মক মনোভাব না রেখে সবাই একসাথে এগিয়ে যেতে হবে।অনেক গ্রুপ হচ্ছে হবে কিন্তু আমাদের একসাথে থাকতে হবে।
 
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 
মেকাপ শেকাপ গ্রুপের প্রতিষ্ঠাতা জুহি চৌধুরী।
 তিনি বলেন -খুবই ভালো লাগছে আজকের আয়োজন।সব কাজে বাঁধা থাকবে আমার ও ছিলো আমি আজকে আসার পিছনে মেকআপ সেকআপ একদিনে হয়নি অনেক বাঁধা বিপত্তি পেরোতে হয়েছে।আপনারা সবাই মিলে মিশে একযোগে একে অপরের সাথে সহমর্মিতা মুলক মনোভাব পোষণ রেখে সামনে এগিয়ে যান, আমরা সবসময় আপনাদের পাশেই থাকবো।সিইবিসি গ্রুপের জন্য শুভ কামনা রইলো।
 
এই উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন ই-কমার্স গ্রুপের এডমিন প্যানলগনও উপস্থিত ছিলেন। 
মুলত : সকল গ্রুপের উদ্যক্তাদের নিয়ে তাদের নিজেদের পরিচিতি তুলে ধরার পাশাপাশি তাদের পন্যগুলো যেন সহজ এবং সাবলীল ভাবে বিক্রি করার সুযোগ পায়, একে অপরের সাথে আস্থা ও নির্ভরযোগ্য সম্পর্ক গড়ে তুলতে পারে এবং গ্রুপে তারা নিজেদের এক্টিভিটির মাধ্যমে খুব সহজেই যেন তাদের পন্যগুলোকে ক্রেতাদের সামনে উপস্থাপন করতে পারে, তার জন্যই সিইবিসির কর্তৃক প্রথম এই আয়োজন।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন সিইবিসি গ্রুপের এডমিন প্যানেল : তানিয়া ইসলাম, ফাহিমা আকতার মাহি, আইমুন লোপা, মডারেটর প্যানেলের মধ্যে : হামিদা বেগম, কানেথ পল্ কোস্তা প্রমুখ।এছাড়াও টাইটেল স্পন্সর করেছেন মিতা রহমান স্কিন কেয়ার সিটিজি এর প্রতিষ্ঠাতা মিতা রহমান। ফোটগ্রাফী স্পন্সর করেন মেকিং মেমোরিস বাংলাদেশ।
এছাড়াও অনেকে সাপোর্টিং এবং কেক স্পন্সর করেন -
ফারিয়া, মাইশা, সাফিয়া, মির আবির, কবির, নাফিসা,শিফাত, কাউসারি, শরীফ,হিরা,মুরাদ,নিলুফাএবং সুলতান।