ঢাকা, রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২২শে পৌষ ১৪৩১

আজিমপুর জার্নালিস্ট ফোরামের আড্ডা: সাংবাদিকদের প্রাণবন্ত সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ ০১:৩৭:০০ পূর্বাহ্ন | গণমাধ্যম
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে: বায়ান্ন

রাজধানীর লালবাগ-আজিমপুর এলাকায় বসবাসরত সাংবাদিকদের নিয়ে আজিমপুর জার্নালিস্ট ফোরামের উদ্যোগে এক জমকালো আড্ডার আয়োজন করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায়  লালবাগের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী। তিনি তার বক্তব্যে সাংবাদিকতার পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার উপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক আবুল খায়ের, প্যান মিডিয়া কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা সম্পাদক  ও এশিয়ান এইজের বিশেষ প্রতিবেদক এম এ রহিম রনো, ঢাকা টাইমসের খালিদ আহমেদ, দৈনিক সংবাদ প্রতিদিনের সম্পাদক রিমন মাহফুজ, প্রথম আলোর শতদল সরকার, জাগো নিউজের মনিরুজ্জামান উজ্জল, দৈনিক বায়ান্ন'র অনলাইন ও মাল্টিমিডিয়া ইনচার্জ আহমেদ শাহেদ, জেনারেশন টাইমসের মাজহারুল ইসলাম, আজকের পত্রিকার শ্রাবনী কবির এ্যামি, দৈনিক বর্তমান দেশবাংলার পৃথিলা দাস, এডুকেশন টাইমের শীতাংশু ভৌমিক অঙ্কুর প্রমুখ।

সাংবাদিকদের মিলনমেলায় আলোচনা ছাড়াও ছিল মনোজ্ঞ পরিবেশনা ও অভিজ্ঞতা বিনিময়ের বিশেষ পর্ব। সাংবাদিকদের মাঝে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির পাশাপাশি স্থানীয় সাংবাদিকতা উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

স্থানীয় সাংবাদিকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এমন আয়োজনকে সাংবাদিক সমাজে ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে।

বায়ান্ন/এসবি