ঢাকা, শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ই অগ্রহায়ণ ১৪৩১

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট রুখতে সচেতন হবার পরামর্শ

মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট: | প্রকাশের সময় : সোমবার ২১ নভেম্বর ২০২২ ০৬:৫৯:০০ অপরাহ্ন | দেশের খবর

 

সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স প্রতিরোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। 
 
রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 
এতে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, জেলা সিভিল সার্জন মোঃ ওয়াজেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি,
বিভিন্ন দপ্তরের অফিস প্রধানসহ জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ। 
 
অনুষ্ঠানে বক্তারা এন্টিবায়োটিক এর সুফল সম্পর্কে আলোচনা করেন এবং যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার পরামর্শ দেন। তারা বলেন অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট রুখতে সকলকে সচেতন হতে হবে তা না হলে সামনে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। 
 
উক্ত অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন জয়পুরহাট ঔষধ তত্ত্বাবধায়ক ঔষধ প্রশাসন মোঃ মোকছেদুল আমিন।