ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

ঐক্য, সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমেই সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব: অধ্যক্ষ কামরুল হাসান মিলন

মোঃ হাবিব, ফুলবাড়িয়া | প্রকাশের সময় : বুধবার ৮ জানুয়ারী ২০২৫ ০৬:১২:০০ অপরাহ্ন | দেশের খবর

ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেছেন, ঐক্য, সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমেই সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব। যে ঐক্য সততা, ন্যায়পরায়ণতা ও মিথ্যার বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমেই প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) সোনার মদিনা প্রতিষ্ঠা করেছিলেন। 

তিনি আরোও বলেন, সকল মুসলমানকে মুসলিমদের চরিত্রে চরিত্রবান হয়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। এসময় তিনি আগামী দিনে ফুলবাড়ীয়াকে সোনার ফুলবাড়ীয়া হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। 

বুধবার (৮ জানুয়ারী) দুপুরে উপজেলার বড়খিলা টানপাড়া এলাকাবাসীর উদ্যোগে একটি ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম ও সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়াও সম্মেলনে ইসলামী চিন্তাবিদগণ আলোচনা রাখেন। 

মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জৈনপুরীর পীর ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। মাহফিলে তিনি হেলিকপ্টার যোগে আগমন করেন। এসময় উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভীর করে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ