ঢাকা, সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১

কাউনিয়ায় থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩৯:০০ অপরাহ্ন | রংপুর

কাউনিয়া থানা আয়োজিত বিট ভিত্তিক ওপেন হাউজডে রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

ওপেন হাউজ ডে' তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ এবং পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম।

ওপেন হাউজ ডে'র শুরুতেই উপস্থিত সেবা প্রত্যাশী ও ভুক্তভোগী জনসাধারণ বিভিন্ন বিষয়ে প্রধান অতিথি'র নিকট তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি অত্যন্ত গুরুত্ব সহকারে সকলের উত্থাপিত সমস্যা শুনে তার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি, মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানাে, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার(সি সার্কেল) নজরুল ইসলাম। কাউ‌নিয়া থানা অফিসার ইনচার্জ এস এম শরিফ,কাউনিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামিনুর রহমান,আলমগীর চৌধুরী, উপজেলা জামায়াতে আমির আব্দুস সালাম,বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,শহীদবাগ ইউনিয়ন বিএনপির আহবায়ক সেকেন্দার আলী বিএসসি, কুর্শা ইউনিয়ন বিএনপির আহবায়ক খাজা আলাউদ্দিন ,উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম,জেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাদেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোসাব্বের হোসেন,উপজেলা কৃষকদলের আহব্বায়ক ফেরদৌস হাসান জনি সহ উপজেলায় কমিউনিটি পুলিশিং এর সভাপ‌তি, সংশ্লিষ্ট বিট অফিসার, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ ও বিভিন্ন সেবা প্রত্যাশী ব্যক্তিগণ।




সবচেয়ে জনপ্রিয়