ঢাকা, বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে ইজিবাইক সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান

রাসেল হাসান, কুষ্টিয়া | প্রকাশের সময় : বুধবার ৮ জানুয়ারী ২০২৫ ০৭:০০:০০ অপরাহ্ন | দেশের খবর

কুষ্টিয়া শহরে ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশার সংখ্যা প্রায় ১০ হাজার। এই সংখ্যাটি নিয়ন্ত্রণ করতে কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী, আওয়ামী লীগ সরকারের আমলে শহরে ইজিবাইক ও অটোরিকশা চলাচলের অনুমতি দেন। প্রথম বছর রেজিস্ট্রেশন ফি ছিল ১২০০ থেকে ১৫০০ টাকা, তবে এটি প্রতি বছর বাড়তে বাড়তে বর্তমানে একটি ইজিবাইকের রেজিস্ট্রেশন ফি দাঁড়িয়েছে ৭৫০০ টাকা এবং ব্যাটারি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন ফি ২৫০০ টাকায় পৌঁছেছে।

রেজিস্ট্রেশন না করায় চালকরা পৌর কর্তৃপক্ষের থেকে মামলা, গাড়ি আটকসহ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এ ছাড়া, হাইওয়ে রাস্তায় হাইওয়ে পুলিশের চাঁদাবাজি চালকদের জন্য অতিরিক্ত সমস্যার সৃষ্টি করেছে। 

এই পরিস্থিতির প্রতিবাদে, আজ কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি আয়োজন করে কুষ্টিয়া ইজিবাইক সংগ্রাম পরিষদ। 

সমাবেশ শেষে সংগঠনের নেতারা কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা ইজিবাইকের রেজিস্ট্রেশন ফি ৭৫০০ টাকা বাতিল করে ১০৫০ টাকা নির্ধারণের এবং অটোরিকশা ও ভ্যানের জন্য ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণের দাবি জানান।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ জেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন- পৌর শাখার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বাসদ জেলা শাখার আহ্বায়ক কমরেড শফিউর রহমান, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি মিলন মালিথা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য লাবনী সুলতানা, বাংলাভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী এবং সংগ্রাম পরিষদের সদস্য শাহাজদ্দি, সজল, ও সুজন আলী। 

সমাবেশ শেষে তারা স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ