ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

খুলনার দুদক কার্যালয়ে আগুন, পুড়লো ৬ কক্ষের ফাইলপত্র

খুলনা প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ জুন ২০২২ ০৯:৩৯:০০ অপরাহ্ন | জাতীয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সেখানকার ছয়টি কক্ষের ফাইল ও আসবাবপত্র পুড়ে গেছে।

 

বৃহস্পতিবার (২ জুন) বিকাল পৌনে ৬টার দিকে ভবনের জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এসে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

খুলনার দুদকের উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, বিকাল ৫টায় অফিস ছুটি হওয়ায় বেশিরভাগ কর্মী অফিস ত্যাগ করে। হঠাৎ তৃতীয় তলায় শব্দ এবং পরে ধোঁয়া দেখে দমকল বিভাগে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা সেখানে দরজার তালা এবং জানলার কাচ ভেঙে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে আলমারিতে থাকা মূল্যবান ফাইলপত্র নষ্ট হয়েছে।

 

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগের কর্মকর্তা আজিজুর রহমান জানান, ছয়টি কক্ষের ফাইলপত্র সব পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসায় আগুন ছড়াতে পারেনি।