চট্টগ্রামে আগ্রাবাদের একটি শপিং সেন্টারের সামনে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকাকে অবরুদ্ধ করে জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নেয়।
শনিবার দুপুরে আগ্রাবাদে একটি শপিং মলের সামনে থেকে তাকে অবরুদ্ধ করে স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমেদ।
তিনি জানান, বেলা ১টায় খবর পাই আগ্রাবাদে যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকাকে অবরুদ্ধ করেছে জনতা। পরে পুলিশ গিয়ে থানা হেফাজতে নেয় তাকে। তার বিষয়ে যাচাই বাছাই করে দেখা হচ্ছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি।