ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

চার দিনের সন্তান নিয়ে পরীক্ষা দিলেন সাদিয়া

আর আই রাজিব: | প্রকাশের সময় : সোমবার ১ মে ২০২৩ ০২:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর


ঝিনাইদহের শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চার দিনের নবজাতককে নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছেন সাদিয়া খাতুন নামের এক শিক্ষার্থী।

সোমবার (১ মে) শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৩০ এপ্রিল) সকালে ওই বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা দেন তিনি।

পরীক্ষার্থী হলেন, উপজেলার পৌর এলাকার খালধারপাড়া গ্রামের টুটুল শেখের মেয়ে সাদিয়া খাতুন। তিনি আউশিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী।

সাদিয়া খাতুন জানান, চার দিন আগে আমি মা হয়েছি। অনেক সময় ধরে পরীক্ষা দিতে হয়। তাই সন্তানকে বাড়িতে রাখা সম্ভব না। এ কারণে বাচ্চা সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে এসেছি। রোববার সকালে পরীক্ষা শুরু হলে ওর ফুপুর কাছে রেখে গিয়েছিলাম।
তিনি আরও জানান, বাচ্চা অনেক ছোট, তাই তাকে রুমের বাইরে রেখে পরীক্ষা দিতে অনেক সমস্যা হচ্ছে। এজন্য বাকি পরীক্ষা নাও দিতে পারি।
সহকারী প্রধান শিক্ষক মহিদুল ইসলাম জানান, আমাদের কেন্দ্রে সাদিয়া চার দিনের শিশু নিয়ে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার সব নিয়ম মেনে শিশুটির নিরাপত্তা দেওয়া হয়েছে। শিশুটিকে কয়েকবার মায়ের দুধ পানের ব্যবস্থাও করা হয়।

শৈলকুপা এসএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, রোববার সকালে চার দিনের সন্তান নিয়ে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিয়েছেন সাদিয়া নামের এক শিক্ষার্থী। বাকি পরীক্ষা দিতে যাতে সমস্যা না হয়, এর জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হবে।