ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

চুনারুঘাটে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) : | প্রকাশের সময় : শুক্রবার ৮ মার্চ ২০২৪ ০৫:১৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের চুনারুঘাটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস নানা আয়োজনে পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা শহীদ মিনার চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন জানান চুনারুঘাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, সকল প্রশাসনিক কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

এদিকে বেলা সাড়ে ১১টায় চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনের সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পালের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. এম আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ ও আব্দুল গফফারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

পরে পুরষ্কার বিতরণী পর্বে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী ৩৮ জন প্রতিযোগিদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন। ৭‘ই মার্চ দিবসে কর্মসূচির মধ্যে ছিল- সূর্যদয়ের সঙ্গে-সঙ্গে পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুর‌্যালে পুষ্পার্ঘ অর্পণ, শিশুদের মধ্যে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭‘ই মার্চের ঐতিহাসিক ভাষণ, আবৃত্তি, রচনা, চিত্রাংকন, সঙ্গীত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত ইত্যাদি।