ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের মধ্যে হৃদ্যতার সম্পর্কের মাধ্যমে জনববান্ধব প্রশাসন গড়তে চান ইউএনও অরুন কৃষ্ণ পাল। গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল নান্দাইলে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উক্ত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তর এবং নান্দাইলের সাধারন জনগণের বিভিন্ন সেবা সম্পর্কে সাংবাদিকগণ বিশদ আলোচনা করেন এবং পরিশেষে নবাগত ইউএনও’কে নান্দাইলে শিক্ষার মান উন্নয়ন সহ সুশাসন প্রতিষ্ঠা ও জনবাবন্ধব প্রশাসন গড়ে তুলার আহব্বান জানান। এসময় ইউএনও অরুন কৃষ্ণ পাল আরও বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। নান্দাইল একটি ঐতিহাসিক স্থান। এই উপজেলার ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারের নিয়মনীতির মাধ্যমে ভালোকিছু করে জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই, এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল, হান্নান মাহমুদ, শামছ-ই-তাবরীজ রায়হান, আলম ফরাজী, এবি সিদ্দিক খসরু, মাহবুবুর রহমান বাবুল, জালাল মন্ডল, শাহজাহান ফকির প্রমুখ।